যাদের উপর হজ ফরজ

যখন হজের টাকা জমা দেওয়ার সময় হয়, তখন যার নিকট মক্কা শরীফ থেকে হজ করে ফিরে আসা পর্যন্ত পরিবারের আবশ্যকীয় খরচ বাদে মক্কা শরিফ যাতায়াতের মোটামুটি খরচ পরিমাণ অর্থ থাকে তার উপর হজ ফরজ। ব্যবসায়িক পণ্য এবং প্রয়োজনীয় অতিরিক্ত জমি, দোকান ও বাড়ির মূল্য এই অর্থের হিসাবে গণ্য করতে হবে।

❌ যাদের উপর হজ ফরজ নয়
*মেয়ে লোকের উপর হজ ফরজ হলেও তার পক্ষে নিজ স্বামী বা কোন বিশ্বস্ত দ্বীনদার মাহরাম পুরুষ ব্যতীত হজে যাওয়া উচিত নয়। শুধু মাহরাম মহিলা সঙ্গে থাকলে যথেষ্ট নয় যদিও সেই মাহারা মহিলার সঙ্গে সেই মহিলার মাহরাম পুরুষ থাকে। মহিলাগঞ্জ জীবদ্দশায় হজের সঙ্গী হিসেবে কোন মাহারাম পুরুষ না পেলে মৃত্যুর পূর্বে তার পক্ষ থেকে বদলি হজ করানোর ওসিয়ত করে যাবে।
*অন্ধের উপর হজ ফরজ নয় যত ধনী হউক না কেন।
*নাবালকের উপর হজ ফরজ হয় না। নাবালক অবস্থায় হজ করলেও বালেগ হওয়ার পর সম্বল হলে পুনরায় হজ করতে হবে।